Header Ads

ভারতকে টক্কর দিতে ভাড়া করা মহাকাশযানে চাঁদে লোক পাঠাবে পাকিস্তান

ভারতকে টক্কর দিতে ভাড়া করা মহাকাশযানে চাঁদে লোক পাঠাবে পাকিস্তান


‘চন্দ্রযান ২’ এর চাঁদে পাড়ি দেওয়ার পর থেকেই বিশ্বদরবারে মহাকাশ সাফল্যে একটু পাল্লা ভাড়ি বলা চলে ভারতের। ইতিহাসের দিকে তাকালেও দেখা যাচ্ছে প্রতিবেশী অনেক দেশকেই মহাকাশ সাফল্যে পিছনে ফেলতে পেরেছে ভারত। এই সাফল্যে বেশ নড়েচড়ে বসেছে পাকিস্তানও। ভারতকে টক্কর দেওয়ার জন্যই ২০২২ সালে মহাকাশে লোক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারাও।
পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফওয়াদ চৌধুরী জানান যে ২০২২ সালে প্রথম চাঁদে লোক পাঠাতে চলেছে পাকিস্তান। তার প্রস্তুতি হিসেবে আগামী বছর দিয়েই মহাকাশচারী বাছাইয়ের কাজ শুরু করবে তারা।

অন্যদিকে পরিসংখ্যানগত দিক থেকে ভারতের থেকে বহু পিছিয়ে পাকিস্তান। এখনও পর্যন্ত ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও তাদের হাতে আসেনি।মহাকাশে কোনও বস্তু পাঠানোর প্রযুক্তি এখনো নেই পাকিস্তানের হাতে। সেদেশে একটি মহাকাশ সংস্থা থাকলেও তার কাজকর্মের তেমন উল্লেখ পাওয়া যায় না কোথাও। ফলে পাকিস্তানকে মহাকাশচারী পাঠাতে হবে অন্য কোনও দেশের মহাকাশযানে করে। সেক্ষেত্রে বন্ধু চিনের সাহায্য পেতে পারে পাকিস্তান।

No comments